পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সতর্ক করে বলেছেন, পানির স্বল্পতা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। তিনি বলেন, জীবিত মানুষের পানি পাওয়ার অধিকার থাকা জরুরি এবং এটা হবে ভবিষ্যৎ মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।
ভ্যাটিক্যানের আওতাভুক্ত ‘পন্টিফিক্যাল একাডেমি অব সায়েন্স’ আয়োজিত পানি বিষয়ক সংলাপে শুক্রবার পোপ ফ্রান্সিস এ হুশিয়ারি উচ্চারণ করেন।
সংলাপে আন্তর্জাতিক বহু বিশেষজ্ঞ অংশ নেন।
পোপ বলেন, সব মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার রয়েছে।
বর্তমানের পানি সংকট পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা, তা নিয়ে শংকিত পোপ।
পানি নিয়ে জাতিসংঘ সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে সে বিষয়ে বিশ্বের উদাসীন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
চলতি মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, ভূগর্ভস্থ পানির উৎস দ্রুত শেষ হয়ে আসছে। পাশাপাশি সংস্থাটি পানির স্বল্পতাকে সারা বিশ্বের জন্য অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।