পাত্র খোঁজা’ শিরোনাম নিয়ে মিলার প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক:

পাত্র খুঁজে পাচ্ছেন না মিলা। আগ্রহীদের বলছেন বায়োডাটা পাঠাতে। হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়তেই বিরক্তি প্রকাশ করেছেন আধুনিক গানের শিল্পী মিলা ইসলাম। ফেসবুকে আত্মপক্ষ সমর্থণ করে পোস্টও দিয়েছেন তিনি। কথা না বলে খবর প্রকাশ না করারও আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যমগুলোকে।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অনেক দিন হলো একাকী জীবন কাটাচ্ছেন মিলা। নিজের মতো করে আবার গানেও ফিরেছেন শূন্য দশকে হঠাৎ পরিচিতি পাওয়া এই শিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। সেই কথাগুলোকে ফলাও করে প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম।

ফেসবুকে মিলা লিখেছেন, ‘একটি ইন্টারভিউতে বিয়ে বিষয়ে প্রশ্ন করায় আমি মজার ছলে উত্তর দিয়েছিলাম। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যম বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো, আপনাদের জানিয়ে বিয়ে করব। নতুন অনেক কাজ করছি ও অনেক কনসার্ট করছি। আশা করবো আমার বিবাহের জন্য দোয়া না করে, আমার ক্যারিয়ারের জন্যে শুভ কামনা জানাবেন।’

ওই সাক্ষাৎকারে বিয়ে বিষয়ে মিলা বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, আমাকে কেন কেউ জিজ্ঞেস করছে না যে আপনার কি প্রেম হয়েছে, কখন বিয়ে করছেন? আপনি এখন কী করছেন, আপনার বিয়ে কখন হবে।’

বিয়ে না করা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না, এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই যে, গুড লুকিং, হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক। শেষে বলবো পশুপাখির জন্য মায়া থাকতে হবে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।’

মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশ হয় ২০০৬ সালে। ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চ্যাপ্টার-২’। ২০০৯ সালে ফুয়াদ ফিচারিং ‘মিলা রি-ডিফাইন্ড’ বের হয় এবং এই অ্যালবামটির সুর ও সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। প্রকাশের পর ‘সুন্দরী কমলা’, ‘বাবুরাম সাপুরে’সহ মিলার বেশ কিছু গান তখনকার তরুণরা লুফে নিয়েছিলেন।

প্রায় ১০ বছর প্রেম করার পর ২০১৭ সালের মে মাসে পারভেজ সানজারি নামের এক বৈমানিককে বিয়ে করেন মিলা। বিয়ের মাত্র ১৩ দিন পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। একাধিক নারীর সঙ্গে প্রেমের কারণ দেখিয়ে সে সময় পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরেছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘ইনসাফ’ ছবির একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শিরোনাম ‘প্রেম-পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’। এর প্রায় সাত বছর আগে শেষ প্লেব্যাক করেছিলেন মিলা। ‘মনে রেখো’ নামের এক ছবিতে ‘বেয়াড়া প্রেম’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। মিলা জানিয়েছেন, সামনে তার আরও নতুন কিছু গান প্রকাশিত হবে। পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এই শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে খুশি করতেই রাজপ্রাসাদ কিনেছেন শাহরুখ
পরবর্তী নিবন্ধমা পদক পাচ্ছেন ডলি জহুর