পাঠ্যপুস্তকে ভুলের সাথে জড়িতরা শাস্তি পাবে: শিক্ষামন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
16কম সময়ে ছাপতে গিয়ে পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য।’

তিনি বলেন, ‘বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু’জনকে ওএসডি করা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেয়া হবে।’

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (অর্থ) অধ্যাপক কাজী আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ভুলত্রুটি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রথম শ্রেণীর বাংলা বইয়ে ‘অ’ দিয়ে বাক্য বানাতে একটি ছাগলের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘অজ (ছাগল) আসে’। ‘আ’ এর ক্ষেত্রে ‘আম’ শব্দ বানিয়ে লেখা হয়েছে ‘আম খাই’। কিন্তু ‘আম খাই’ বোঝাতে একটি আম গাছের নিচের অংশে দুই পা তুলে একটি ছাগলের দাঁড়িয়ে থাকায় ছবি দেয়া হয়েছে।

অপ্রচলিত শব্দ ‘অজ’ ব্যবহার ও ‘আম খাওয়া’ বোঝাতে ছাগলের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে।

তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি বিকৃত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
পরবর্তী নিবন্ধসড়ক গিলে খেল আস্ত গাড়ি!