পাচারকালে রোহিঙ্গাসহ দালাল আটক

এম.এইচ সোহেল, চট্টগ্রাম :
মোঃ মোস্তাফিজ ভূইয়া, অফিসার ইনচার্জ, চট্টগ্রাম রেলওয়ে থানা এর নেতৃত্তে
এসআই (নিঃ)/ মোঃ নফিল উদ্দিন, কং/৭০৬ শিপন দে, কং/৮০৬ মোঃ শাহাদাত হোসেন সহ
২০ মে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন হতে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমারের নাগরিক
(উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প এর বাসিন্দা) ১। আলী হোসেন (৬০), পিতা- মৃত কাশেম
আলী, মাতা- মৃত গুলবাহার, ০২। সাহেরা খাতুন(৫৫),
স্বামী- আলী হোসেন, ০৩। সাবেকুন নাহার(১৭), পিতা- আলী হোসেন, সর্ব সাং-
কুতুপালং ক্যাম্প, কেরানতুলী, সাম্মারকুল ওমন সাইড, বি ব্লক (হেড মাঝি রফিক),
থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদেরকে সিলেট সীমান্ত হইয়া ভারতে পাচারের
উদ্দেশ্যে আসামী ০১। মোঃ আব্দুল মান্নান(৩০), পিতা- সফর উদ্দিন, মাতা- মোছাঃ
কোকিলা বেগম, সাং- দোনা চা বাগিচা, ডাক দোনা বাজার, থানা- কানাইঘাট, জেলা-
সিলেটকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাবাদের মাধ্যমে জানা যায় যে, কক্সবাজার এলাকার
জনৈক মোঃ সলিম(৩০) এর প্রতিনিধি আসামী মোঃ আব্দুল মান্নান(৩০) অবৈধ ভাবে
আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে তাহার পরিচিত লোকজনের সহায়তায় রোহিঙ্গাদের
ভারতে পৌঁছাইয়া দিবে মর্মে আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে কক্সবাজার লিংক রোড
নামক এলাকা হইতে সড়ক পথে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিয়া আসে এবং
২০/০৫/২০১৯খ্রিঃ তারিখ চট্টগ্রাম হইতে সিলেট গামী পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেন
যোগে সিলেট পৌঁছাইয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করবে বলিয়া জানায়। ধৃত
আসামী মোঃ আব্দুল মান্নান(৩০) সিলেট (কানাইঘাট) মেঘালয় সীমান্ত এলাকায় গরুর
ব্যবসা করার সুবাদে সীমান্ত ভারতীয় লোকজনের নিকট পৌঁছাইয়া দিলে ভারতে
অবস্থানরত ইমাম হোসেন(৫০) উক্ত রোহিঙ্গাদের ভারতে (মেঘালয়) নিয়া যাইবে মর্মে
জানায়। ধৃত আসামী এবং তাহার অপরাপর সহযোগীরা অবৈধভাবে মিয়ানমারের উল্লেখিত
নাগরিকদের বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ায় তিনি ও তার অপরাপর সহযোগীগণ
মানব পাচার আইন ২০১২ এর অধিনে ৭/৮ ধারার অপরাধ করিয়াছে। এই বিষয়ে নিয়মিত মামলা
রুজু সহ আইনী কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধনওফেলের কণ্ঠ নকল করে ছাত্রলীগ নেত্রীকে ফোন, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধআসছে ১০০০ টাকা উচ্চ মূল্যমানের নতুন নোট