নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
হাওর-বাওড়ের রাজধানী সুনামগঞ্জের অন্যতম বড়
হাওর পাগনার হাওর। ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১২ হাজার হেক্টর জমির আধপাকা
ধান বোরো ধান। সোমবার ভোর ৫টার সময় হাওরের উড়ার বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকতে
শুরু করে। আধপাকা ধান যতটা পারা যায় কেটে নিয়ে আসার চেষ্টা করেও কেটে তুলতে
পারেনি কৃষকরা। বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার কারণে দিশোহারা হাওরপাড়ের কৃষকেরা।
প্রতিটি মানুষের মাঝে চাপাকান্না। বছরের একটিমাত্র ফসল তলিয়ে যাওয়ায় চোখে
অন্ধকার দেখছেন তারা।
জামালগঞ্জ উপজেলা কৃষি বিভাগ জানায়, এবার উপজেলার ১৩টি হাওরে ২০ হাজার হেক্টর
জমিতে বোরো ধান আবাদ হয়। ছোটখাট বিল ছাড়া কোন হাওরের ফসলই এখন আর অবশিষ্ট নাই।
একে একে সবগুলোই পানির নিচে তলিয়ে গেছে।
জেলার অপরাপর হাওরের মতো এই হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণেও পানি উন্নয়ন
বোর্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল স্থানীয়দের। রহিম মিয়া
নামের ফসলহারা অসহায় এক কৃষক এই দুর্নীতির জন্য আল্লাহর কাছে বিচার চাইলেন।
তিনি বলেন, আমরার ভাগ্য নিয়া পাইবোর দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার আর
পিাাইসি কমিটির লোকজন ছিনিমিনি খেলছে। হেরা আমরার পেটে লাথি দিছে আল্লায় যেন
এরার বিচার করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, পাউবো ঠিক মতো কাজ না করার কারণে জেলার অন্যতম বৃহৎ
এই হাওরে ফসল সুরক্ষার জন্য হাওরের উরার বাঁধ, ডাইল্লা স্লুইসগেট ও কাউয়াবাদা
বাঁধে গত ২০ দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৫ টায় উরার বাঁধ পানি চাপে ভেঙে গিয়ে
হাওরের পানি ঢুকতে শুরু করে।
ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায় জানান, বেশ কিছু দিন ধরে হাওরের উরার
বাঁধে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করেছে। কিন্তু শেষ রক্ষা আর করা যায়নি।
তিনি জানান, ফসল তলিয়ে যাওয়ার কারণে এলাকার মানুষ এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।
গজারিয়ার গ্রামের কৃষক পাবেল মিয়া বলেন, বুক ভেঙে যাচ্ছে। হাওরটি রক্ষার জন্য
রাত দিন এত পরিশ্রম করলাম। পারলাম না। এই দুঃখ সারা জীবন মনে থাকবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, পাকনা হাওরের
বাঁধ রক্ষায় আমি কয়েকবার সরেজমিন পরিদর্শন করেছি। এলাকার কৃষকদের সেচ্ছায় শ্রম
দেখে আমার বিশ্বাস হয়েছিল বাঁধ ভাংগবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল
প্রকার সহযোগিতা করা হয়েছিল।