পপুলার২৪নিউজ ডেস্ক:
বিমানের করিডরে দাঁড় করিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র বিরুদ্ধে।
ঘটনাটি জানাজানির পর তোলপাড় শুরু হলে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের ডন’র বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি বছরের ২০ জানুয়ারি ৪০৯ জন যাত্রীবহনে সক্ষম পিআইএ’র একটি বোয়িং-৭৭৭ বিমানে ৪১৬ জন যাত্রী বহন করা হয়।
বিমানটি পাকিস্তান থেকে সৌদি আরবে যায়। যাত্রীদের হাতে লেখা অতিরিক্ত বোর্ডিং পাস সরবরাহ করা হয়েছিল।
তবে এ বিষয়ে তদন্তের দোহাই দিয়ে বিমান কর্তৃপক্ষ বেশি কিছু জানাতে চায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এমন অতিরিক্ত যাত্রীবোঝাই বিমানে যেকোনো ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে প্রাকৃতিক কাজ সারা এবং বিশেষ অবস্থায় অক্সিজেন গ্রহণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।
সমালোচকরা বলছেন, পাক বিমানের অতিরিক্ত যাত্রী বহনের ঘটনা এটাই প্রথম।
ডন এ ঘটনায় পাক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দায়ী করেছে। পাশাপাশি এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করারও সমালোচনা করে দৈনিকটি।
পিআই’র মুখপাত্র দানিয়াল গিলানি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে কবে নাগাদ তদন্ত শেষ হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।