পাকিস্তান সিরিজের দলে চমক রাখলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই স্কোয়াডে চোখ রাখলে খানিক বিষ্মিত হতেই হবে। ওয়ানডে স্কোয়াডে চমক হয়ে এসেছে তিন নতুন মুখ আর টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেননি দুই অভিজ্ঞ নাম শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তিন নতুন খেলোয়াড় ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোটেন্ডা মাপোসাকে দলে নিয়েছে জিম্বাবুয়ে। গোয়ান্ডু ও মুসেকিওয়া দুজনেই জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন।

অপরদিকে, ২১ বছর বয়সী ফাস্ট বোলার মাপোসা আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। এখনও পর্যন্ত মাত্র তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলছেন মাপোসা ৬.২৯ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল- ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দল- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।

২৪ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়া সাদা বলের সিরিজ চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত৷ বুলাওয়েতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না
পরবর্তী নিবন্ধমহাখালীতে আজ ফের সড়ক-রেলপথ অবরোধ