নিজস্ব প্রতিবেদক
‘পাকিস্তানের করাচি থেকে এসেছে গোলা-বারুদের জাহাজ’ প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট উপ-কমিশনারকে উদ্ধৃত করে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রকৃত তথ্য হলো, পাকিস্তান থেকে ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজটি থেকে ৩৭০ একক কনটেইনার নামানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে ২৯৭ একক কনটেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ একক কনটেইনার।
কনটেইনারগুলোর মধ্যে বেশিরভাগেই রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। এর মধ্যে ৪২টি কনটেইনারে রয়েছে পেঁয়াজ ও ১৪টিতে রয়েছে আলু। এছাড়া, ফ্রেব্রিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট ইত্যাদিও রয়েছে।
এসব পণ্য বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান আমদানি করেছে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।