আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে রহস্যময় কারণে তিন দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
ছিপা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার করাচির বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকরা আরও পাঁচটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। ‘তাদের মধ্যে তিনজন দৃশ্যত মাদকাসক্ত ছিল, তবে এখনও পর্যন্ত একটি লাশ শনাক্ত করা যায়নি।’
বেসরকারি সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার পাঁচ মৃতদেহ উদ্ধারের পর অজ্ঞাত লাশের সংখ্যা ২২ এ পৌঁছেছে। মৃতদের কোনো আত্মীয়-স্বজন না আসায় প্রায় দুই ডজন লাশ এখনো দাবি করা হয়নি।
বন্দর নগরীতে চলমান তাপপ্রবাহের কারণে এসব মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ ইতিমধ্যে অনেককে হিটস্ট্রোকের কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করাচিতে আরেকটি মানবিক সংস্থা ইধি ফাউন্ডেশনের আজিম খান দ্য নিউজকে জানান, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগই মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকের প্রভাবে প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়েছে।