আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।
সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ার পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের একজন মুখপাত্র বলেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য রক্তের প্রয়োজন হতে পারে। স্বেচ্ছায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।