পাকিস্তানে প্রদর্শনের অনুমতি পেল হৃত্বিকের ‘কাবিল’

14পপুলার২৪নিউজ ডেস্ক:অবশেসে পাকিস্তানে প্রদর্শনের জন্য সবুজ সংকেত পেল হৃত্বিক রোশন অভিনীত বলিউড ছবি ‘কাবিল’। ‘কাবিল’ প্রদর্শনের জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) জারি করেছে পাক সরকার। স্বাভাবিকভাবেই লাহোর, পেশোয়ার, করাচি, ইসলামাবাদ সহ পুরো পাকিস্তান মুখিয়ে রয়েছে হৃত্বিক রোশন ও ইয়ামি গৌতমকে স্ক্রিনে দেখার জন্য।

গত বছর জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হানার পর থেকেই ইসলামাবাদ-নয়া দিল্লি কূটনৈতিক সম্পর্ক তলানিতে। পাল্টা অ্যাকশন হিসেবে কাশ্মীরের মাটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করেছিল ভারত। যদিও পাকিস্তান এই কমান্ডো অভিযান অস্বীকার করে। পরিস্থিতি এমই জটিল হয় যে সার্কের মতো আন্তর্জাতিক সম্মেলন বাতিল করা হয়। শিবসেনার প্রবল বিরোধিতায় মুম্বাই থেকে পাকিস্তানি অভিনয়শিল্পী ও কণ্ঠশিল্পীরা ভারত ছাড়েন।

এর জের হিসেবে পাকিস্তান সরকার দেশে বলিউডের ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে।  এজন্য গত ৪ মাস ধরে কোনো বলিউডি ছবি পাকিস্তানে প্রদর্শিত হয়নি। এই নিষেধাজ্ঞা কাটিয়ে পরিচালক সঞ্জয় গুপ্তার কাবিল পাক মাটিতে ফের বলিউডের দ্বার খুলতে চলল। কাবিল প্রদর্শনের ছাড়পত্র দিয়ে ইসলামাবাদ ভারতে আবারও সমঝোতার কূটনৈতিক বার্তা দিতে চাইছে। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ছবি ফেসবুকে ভাইরাল