পপুলার২৪নিউজ ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং পুনরায় নির্বাচনের দাবিতে অনড় বিরোধীরা। বিরোধীদের নিয়ে গঠিত রাহবার কমিটি রোববার এ ঘোষণা দিয়েছে।
এছাড়া বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে বলে হুমকি দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।
তার এ হুমকির পর রোববার ইসলামাবাদে ইমরানের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। গত বছর নির্বাচনে জালিয়াতি করে প্রধানমন্ত্রী হওয়ার অভিযোগ তুলে ইমরানকে পদত্যাগ করতে দু’দিনের আলটিমেটাম দেন ইসলামাবাদে বিক্ষোভরত বিরোধী নেতাকর্মীরা। রোববার ওই সময়সীমা শেষ হয়েছে। শুক্রবার থেকে ইসলামাবাদে প্রায় ৩৫ হাজার মানুষ ইমরানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করে। ২০১৮ সালে দেশটির নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে মাওলানা রহমানের দলসহ অন্যান্য বিরোধী দল এ বিক্ষোভ করছে। করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে বিরোধীরা।
বৃহস্পতিবার রাজধানীতে পৌঁছার পর থেকে বিক্ষোভ অব্যাহত রেখেছে। মাওলানার নেতৃত্বে শুরু হওয়া সরকারবিরোধী এ বিক্ষোভে সমর্থন জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ ও আওয়ামী ন্যাশনাল পার্টি।
তাদের নিয়ে গঠিত হয়েছে রাহবার কমিটি। রোববার এ কমিটির উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। সেখানে জেইউআই-এফ নেতা আকরাম দুরানি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি এবং পরবর্তীতে নির্বাচন আমাদের অগ্রাধিকারে থাকছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে দেয়া এবং সব হাইওয়ে অবরোধ করার বিষয়ে আলোচনা হয়েছে।’
বিক্ষোভের নেতৃত্বে থাকা জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান হুমকি দিয়ে বলেন, আলটিমেটাম শেষ হওয়ার আগে ইমরান খান পদত্যাগ না করলে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে গ্রেফতার করবেন।
তার এ হুমকির পর ইসলামাবাদে ইমরানের বানি গালার বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাসভবনের চারপাশের রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংসদ ভবনসহ স্পর্শকাতর বেশ কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, তারা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন ও স্থাপনা সুরক্ষায় এলিট ফোর্স ও প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।