পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলায় নিহত ৭০

 পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনী প্রচারণায় হামলায় আওয়ামী পার্টির প্রার্থী নবাব সিরাজ রাইসানিসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২০জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকালে আত্মঘাতী হামলায় এ ঘটনা ঘটে। প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ফয়েজ কাকারের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এ তথ্য জানায়।

আগামী ২৫ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত দুই দিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল।

আত্মঘাতী এ হামলায় নিহত মীর সিরাজ রাইসানি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই।

পূর্ববর্তী নিবন্ধতিন সিটির নির্বাচন সুষ্ঠু হবে, সরকার হস্তক্ষেপ করবে না: কাদের
পরবর্তী নিবন্ধবিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ