পাকিস্তানে আত্মঘাতী হামলায় আওয়ামী পার্টির প্রার্থীসহ নিহত ২৫

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানে নির্বাচনী প্রচারণার মিছিলে আত্মঘাতী হামলায় আওয়ামী পার্টির প্রার্থীসহ ২৫ জন নিহত হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের।

আগামী ২৫ জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত দুই দিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল।

ওই প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুনগালজাই বলেন, ইতিমধ্যে এ হামলায় ২৫ জন নিহত হয়েছেন, এ সংখ্যা আরও আরও বাড়তে পারে।

আত্মঘাতী এ হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর সিরাজ রাইসানি নিহত হয়েছেন। তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। বিস্ফোরণের ঘটনায় আহত সিরাজকে কুয়েটা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিহত সিরাজ ওই প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মীর আসলাম রাইসানির ছোট ভাই।

নির্বাচনী প্রচারণায় আরও হামলা

একই দিনে বাননু এলাকায় খাইবার পাখতুনকোয়ের মুখমন্ত্রী আকরাম খান দুররানির গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় ৪ জন নিহত ও ৩২ জন আহত হন। তবে আকরাম খান নিরাপদ রয়েছেন। গত রাতে হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির অফিসে বিস্ফোরণে দুই জন নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
পরবর্তী নিবন্ধজনসনের পাউডারে ক্যান্সার : ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ