পাকিস্তানে অপহরণের পর ছাড়া পেলেন নারী সাংবাদিক

পপুলার২৪নিউজ  ডেস্ক:

পাকিস্তানের নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী গুল বুখারিকে অপহরণের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, লাহোরের ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি থামিয়ে দেশটির সেনাবাহিনীর কট্টর সমালোচক গুলকে মঙ্গলবার রাত ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়।

ক্যান্টনমেন্ট এলাকায় কয়েকটি পিকআপ গুলের গাড়ির সামনে এসে সেটিকে থামায় বলে জানান তার গাড়িচালক।

গুলের এক সহকর্মী বলেন, অপহরণের সময় সাদা পোশাকের লোক ছাড়াও সেখানে সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিও ছিল। গুল পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্সকে তার সহকর্মী মুহাম্মদ গুলশের বলেন, তারা গুলের মুখমণ্ডল কালো কাপড় দিয়ে ঢেকে তাকে নিয়ে যায়।

পাকিস্তানে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। তারা প্রায়ই দেশটির রাজনীতি ও সরকারব্যবস্থায় হস্তক্ষেপ করে।

এ বছরের শুরু থেকে পাকিস্তানের বেশ কয়েকজন ব্লগার, সমাজকর্মী এবং সাংবাদিক অপহৃত হয়েছেন বা তাদের অপহরণের চেষ্টা হয়েছে।

এ রকম কয়েকজন মুক্তি পাওয়ার পর বলেন, সরকারি একটি সংস্থার সদস্যরা তাদের নির্যাতন করেছে।

গুল বুখারি দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থনে কথা বলতেন।

ছাড়া পাওয়ার পর টুইটারে তার পরিবারের এক সদস্যের পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, তিনি ভালো আছেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার কাছে তিনি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কার মোরেলের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে নারী দল