স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া, যাতে অবদান টপ অর্ডার ব্যাটসম্যানদের। এমনকি ইতিহাসও গড়েছেন তারা।
পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানের প্রত্যেকে হাফ সেঞ্চুরি করেছেন। দুই ব্যাটসম্যান থেমেছেন নব্বইয়ের ঘরে।
উসমান খাজা মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৯৭ রানে আউট হন তিনি। তার ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার করেন ৬৮ রান।
অন্যদিকে এক নম্বর টেস্ট ব্যাটসম্যান মার্নাস লাবুশেন প্যাভিলিয়নে ফিরেছেন ৯০ রান করে। স্টিভ স্মিথ তার ক্যারিয়ারের ৩৪তম ফিফটি করে ফেলেছেন বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে।
টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই পঞ্চাশ অতিক্রম করায় ইতিহাস তৈরি করল এই অস্ট্রেলিয়া। উপমহাদেশে এনিয়ে কেবল দ্বিতীয়বার তাদের প্রথম চার ব্যাটসম্যান পঞ্চাশ ছাড়ালেন।
এর আগে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞতা হয়েছিল ২০০৮ সালে। দিল্লিতে ভারতের বিপক্ষে ম্যাথু হেইডেন (৮৩), সিমন ক্যাটিচ (৬৪), রিকি পন্টিং (৮৭) ও মাইক হাসি (৫৩) ফিফটি করেছিলেন।