স্পোর্টস ডেস্ক
সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৫ উইকেটের। এবারও হেসেখেলে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ২০ রানে হারিয়েছে স্বাগতিক দল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার এই ভেন্যুতে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে গড়ে ১২০ রানের লড়াকু পুঁজি। টপঅর্ডারের ছয় ব্যাটারই দুই অংক ছুঁয়েছেন।
স্বর্ণা আক্তার ২২ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ২০, শামীমা সুলতানা ১৩ বলে ১৮ আর রিতু মনি করেন ২১ বলে ১৯ রান।
পাকিস্তানের ডায়ানা বায়াগ পান দুটি উইকেট।
জবাবে বাংলাদেশি বোলারদের তোপে ৫১ রানে ৫টি আর ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত তারা পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি। অধিনায়ক বিসমাহ মারুফ ৪৪ বল খেলে করেন ৩০ রান।
বাংলাদেশের নাহিদা আক্তার আর রাবেয়া খান নেন দুটি করে উইকেট।