পপুলার২৪নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক মহলে জঙ্গি স্বীকৃত পেলেও পাকিস্তান যে লস্কর প্রধান হাফিজ সইদের কাছে স্বর্গ রাজ্য তা প্রমাণিত হলো আবারও। এবার দল গড়ে সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখালেন সইদ।
লস্করের শাখা সংগঠন জামাত-উল-দওয়াহা আদর্শকে পাথেয় করে মিল্লি মুসলিম লিগ পার্টি নামে একটি রাজনৈতিক দল শুরু করল সইদ এর সহযোগীরা। নিজের মুখে এ কথা জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালিদ।
২০০৮ সালে এই হাফিজ সইদের পরিকল্পনাতেই হামলা হয়েছিল মুম্বইয়ে। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। এর পরে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করে ভারত। অভিযোগ করা হয়, সইদকে আস্তানা দিয়ে ভারতের বিরুদ্ধে সাহায্য করছে পাক প্রশাসন। এমনকি সইদকে আন্তর্জাতিক জঙ্গিও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে পাক ইলেকশন কমিশনে আবেদন পত্রও জমা দেওয়া হয়ে গিয়েছে। প্রস্তুতি প্রায় শেষ।
এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
এ ব্যাপারে দলের মুখপাত্র তাবিশ কোয়াকম জানিয়েছেন, তাদের দাবি হাফিজ সইদকে ঘরবন্দী দশা থেকে মুক্তি দিতে হবে। একবার সইদ মুক্তি পেলেই তাকে দলের ইচ্ছামত পদ বেছে নিতে অনুরোধ করা হবে।
এদিকে দল গঠনের কিছুদিন আগেই ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকতে পারেন হাফিজ সইদ। এখন তাঁরই অনুগামীদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সেই জল্পনাই সত্যি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর