পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক: পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে এ পদত্যাগপত্র জমা দেন।

তার পদত্যাগপত্রের একটি অনুলিপি ডন অনলাইনের কাছে রয়েছে বলে জানানো হয়। পদত্যাগপত্রে তিনি বলেছেন, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের অ্যার্টনি জেনারেলের অফিস থেকে পদত্যাগ করেছি। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মনসুর খানের সঙ্গ ত্যাগ করেছে।

এদিকে প্রভাবশালী পাক গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ফুল কোর্ট বেঞ্চে অবজ্ঞাসূচক মন্তব্য করায় বার কাউন্সিল তার পদত্যাগ দাবি করার পরই তিনি এ সিদ্ধান্ত নেন।

তবে পাক গণমাধ্যমটি একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, আনোয়ার মনসুর খানকে চাপ প্রয়োগ করে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষায় ওয়েবসাইট চালু করল মার্কিন দূতাবাস
পরবর্তী নিবন্ধটিআইবির নতুন চেয়ারপারসন ড. পারভীন হাসান