পপুলার২৪নিউজ ডেস্ক:
অর্থ পাচার মামলায় পাকিস্তানের মডেল আইয়্যান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাওয়ালপিন্ডির কাস্টমস কোর্ট। বারবার সমন দেয়ার পরও দীর্ঘদিন ধরে তিনি আদালতে হাজিরা না দেয়ায় শনিবার বিচারক আরশাদ ভুট্টো এ আদেশ দেন।
আদালত আরও বলেছেন, আগামী ৬ অক্টোবর তাকে আদালতে হাজির হতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
২০১৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া ৫ লাখ ৬ হাজার ৮০০ মার্কিন ডলারসহ শহীদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবার পথে আইয়্যানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয় এবং দেশত্যাগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি দুবাইয়ে পাড়ি জমান। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন