পাঁচ বিভাগে সড়ক উন্নয়নে ৩৩৬৮ কোটি টাকা একনেকে অনুমোদন

রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট জেলার সব মহাসড়কের মানোন্নয়ন ও প্রশস্তকরণে তিন হাজার ৩৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এক সভায় এ অনুমোদন দেয়া হয়।

চলতি সময় থেকে জুন ২০২০ সালের মধ্যে পাঁচ জেলার সব মহাসড়ক নেটওয়ার্কের মান উন্নয়ন, নিরাপদ, আরামদায়ক, সময় এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সড়কগুলোর নানা সমস্যা তুলে ধরেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, পাঁচ জোনে সড়কগুলো খুবই ক্ষতিগ্রস্ত ও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এ সড়কগুলো যাতায়াতের উপযোগী করার জন্য অনুমোদন দেয়া হয়েছে।।

তিনি জানান, রাজশাহী জোনে ৭৬৭, রংপুরে ৬৫৪, খুলনায় ৭৫৬, চট্টগ্রামে ৬৫২ এবং সিলেট জোনে ৫৩৮ কোটি টাকা ব্যয় করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতে বজ্রঝড় ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাজশাহী সিলেট ও বরিশাল সিটির নির্বাচন ৩০ জুলাই