পাঁচ বছর পর স্প্যানিশ লা লীগার শিরোপা জিতল রিয়াল

পপুলার২৪নিউজ ডেস্ক:
বড্ড দুঃসময়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জিনেদিন জিদান। ভেতরের অস্থিরতা দূর করে এক সুতোয় দলকে গাঁথার মন্ত্রে বাজিমাত করলেন তিনি।

দীর্ঘ পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদকে এনে দিলে স্প্যানিশ লা লীগার শিরোপা।

রোববার রাতে শেষ রাউন্ডে মালাগাকে ২-০ গোলে হারিয়ে এ শিরোপা ঘরে তোলে রিয়াল। গোল দুটি করেন ক্রিশ্চিয়ানো রোনান্ডো ও করিম বেনজেমা।

ক্লাবের ইতিহাসে রিয়ালের এটা ৩৩তম লীগ শিরোপা। তবে সর্বশেষ ২০১২ সালে হোসে মরিনহোর হাত ধরে তারা লীগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর কেটে গেছে পাঁচ বছর।

খেলার ২ মিনিটে মালাগার ডিফেন্ডারের ভুলে দলকে এগিয়ে নেন রোনাল্ডো। এ গোলের মাধ্যমে তিনি মৌসুমের সব ম্যাচে গোলের নতুন মাইলফলক স্পর্শ করেন।

বিরতির পর মালাগার ওপর আরও চড়াও হয় রিয়াল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন করিম বেনজেমা। ক্রুসের মাপা কর্নার থেকে রামোসের পা ঘুরে বল বেনজেমার কাছে গেলে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ পর্যন্ত দু’দলই গোলের জন্য মরিয়া চেষ্টা করেছে। কিন্তু শেষ বাঁশিতে হাসি নিয়েই মাঠ ছেড়েছেন রোনান্ডোরা।

এ জয়ে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে চ্যাম্পিয়ন রিয়াল। একই দিন ঘরের মাঠ ন্যু কাম্পে এইবারের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে এ জয় পায় স্বাগতিকরা। তবে জয়ের পরও তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থাকে।

ফলে রানার্সআপ হয়ে লীগ শেষ করতে হয় লুইস এনরিকের শিষ্যদের। এর আগের দুই মৌসুম এই শিরোপা ঘরে তুলেছিল তারা।

পূর্ববর্তী নিবন্ধঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় তল্লাশি
পরবর্তী নিবন্ধনাটকীয় ১ রানে মুম্বাই চ্যাম্পিয়ন