পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি

পপুলার২৪নিউজ,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি প্রদান করে তারা।

শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা ও ফলের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি বিভাগে তালা দিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান সমস্যা সমাধানের জন্য তাদের কাছ থেকে তিন দিন সময় নেন। বেঁধে দেওয়া সময় অতিক্রম করলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের কাছে যান তারা। এ সময় বিভাগের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে বিভাগে ক্লাস পরীক্ষা ও ফল নিয়মিতকরণ, সেমিনার লাইব্রেরি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কনফিগারেশন আধুনিক কম্পিইটার ল্যাব স্থাপনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধ২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের রায় ১৩ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধপুজারাকে ফেরালেন মিরাজ