পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৮টার দিকে মায়ের নামে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে পৌঁছেন প্রধানমন্ত্রী।
এরপর আর সকলের ন্যায় কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করেন। স্বাস্থ্য পরীক্ষায় পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কাটেন শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।
পরে হাসপাতালে চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী।
নিজের স্বাস্থ্য পরীক্ষার পর সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এসময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা ও এর মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়।