পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এসো হে বৈশাখ এসো এসো। বাংলার প্রথম দিন বরনের এই গানে নতুনের যে ডাক সেই ডাকে আজ জাগ্রত সারা বিশ্ব। বাংলা প্রেমী আর বাংলাদেশীদের কাছে এ দিনটিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। কিন্ত দেশের বাইরে যেখানে বিনোদন মানে বিশ্বমাতানো পপ সঙ্গীত তার ভীড়ে বাংলার জায়গা প্রশংসনীয়। আর সেটি করার প্রাণপণ চেষ্টার বাংলাদেশী বংশভূত কানাডিয়ান কথা শিল্পী শাহানা কাজী। প্রাচাত্য সঙ্গীতে তিনি যতনা খ্যাতি কুড়িয়েছে সেটি প্রকাশের চেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন বাংলাদেশী বলতে, বাংলা গান গাইতে। সেই ধারাবাহিকতায় আসছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উদযাপন করা হবে তার প্রথম এ্যালবামের বর্ষপূর্তি। একই সঙ্গে রিলিস পাচ্ছে আরো একটি মিউজিক ভিডিও। সেখানে মডেল হয়েছেন তিনি নিজেই। আালোকিত বাংলাদেশের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। শাহানা কাজী বলেন, আসছে ১৪ এপ্রিল “আমি সেই দিন” শিরোনামে বাংলা একটি গানটির মিউজিক ভিডিও রিলিস করা হবে। একই দিনে প্রথম অ্যালবামের বর্ষপূর্তি হবে। শিগগিরই নতুন আরো গান উপহার দেব শ্রোতাদের। এবার আমার সবগুলো গানের মডেল আমি নিজেই। আশাকরি দর্শক শ্রোতারা নতুন কিছু উপহার দিতে পারবো। তিনি বলেন, বাবার হাতে গানের হাতেখড়ি তার। শেকড়ের টানে তিনি কন্ঠে লালন করেন বাংলা গান। তার ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের অ্যালবামের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে ‘অনুশোচনা’, ‘পুড়ে পুড়ে খাঁটি’ এবং ‘ভালোবাসার কথা’ শীর্ষক গান তিনটি। টরেন্টোতে থাকেন শাহানা কাজী। টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজুয়েট করা শাহানার প্রথম অ্যালবাম ‘ভালোবাসার কথা’ কানাডার অন্টারিও প্রদেশ থেকেই রিলিস হয় ২০১৫ সালের পহেলা বৈশাখে। গেল বছর এই ‘ভালোবাসার কথা’র কিছু মিউজিক ভিডিও রিলিস করা হয়। যেগুলো ছিল দর্শকপ্রিয়তায় তুঙ্গে। মঞ্চও মাতিয়েছেন বেশ। কানাডার বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি কমিউনিটির কাছে শাহানা কাজী বেশ পরিচিত নাম। সেই নামকে তিনি কানাডা থেকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের বাঙালি কমিউনিটিতে। বাংলাদেশেও শাহানা কাজী বেশ পরিচিত ও জনপ্রিয় নাম। বলিউডের সংগীত শিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে লাইভ কনসার্টে অংশ নিয়েছেন এই কন্ঠশিল্পী। সর্বশেষ গেল বছর অক্টোবরের শেষে আতিফ আসলামের সঙ্গেও এক কনসার্টে অংশ নেন। এটা টরন্টোর হারশী সেন্টারে হয়। শাহানা কাজীর সঙ্গে বলিউডের সঙ্গীত আইকন মিকা সিং সাক্ষাৎ করেন এবং একটি দ্বৈত গান করতে আগ্রহ প্রকাশ করেন। বেশ কিছু নতুন বাংলা গান (সিঙ্গেলস) শ্রোতাদের জন্য প্রস্তুত করছেন তিনি। এছাড়াও বর্তমানে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন শাহানা কাজী। বাংলাদেশের জনপ্রিয় গীতিকার এবং সুরকার এসব গানে কাজ করছেন প্রযোজক শাহেদ কাজীর নির্দেশনায়। নতুন সবগুলো গান রেকর্ড করা হবে উত্তর আমেরিকার সেরা রেকর্ডিং স্টুডিওতে।