নিজস্ব প্রতিবেদক
সাধারণ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে ইসরাইল।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৯ এপ্রিল পশ্চিম তীর এবং গাজা উপত্যকার টার্মিনাল সম্পূর্ণ বন্ধ করা হবে।
নিরাপত্তা বাহিনী আরও জানায়, কেরাম শালম বাণিজ্যিক ক্রসিং এবং বিজ হানুনের সঙ্গেও (ইরেজ) গাজা উপত্যকার ক্রসিং বন্ধ করে দেয়া হবে।
এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি শ্রমিকদের আসা-যাওয়ার ক্ষেত্রে আরও কঠোরতা দেখানো হবে।
৯ এপ্রিল ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট রাজনৈতিক জোটকে ইসরাইল সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।