পশ্চিমা অস্ত্রবাহী বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান নিয়ে ইউক্রেইনে নামার আগেই একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করছে রাশিয়া।

বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি।

শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক বাহিনী ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন।

রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসেলায়ার ওপর দুটি ড্রোনও ভূপাতিত করেছে, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার
পরবর্তী নিবন্ধমুজিবনগর সরকারের ৪০০ টাকার চাকুরে ছিলেন জিয়া: হাছান মাহমুদ