পল্লী প্রগতির হাজার কর্মীর মধ্যে সেরা কর্মী পুরষ্কার পেলেন নাইমা হায়দার

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশের শীর্ষ বেসারকরী এনজিওর মধ্যে শীর্ষ এনজিও পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রায় এক হাজার কর্মীর মধ্যে সেরা কর্মীর পুরষ্কার পেলেন নাইমা হায়দার। সোমবার সকালে ফরিদপুরের সাপলা সড়কে পল্লী প্রগতির নিজস্ব ভবনে বার্ষিক কর্মী সম্মেলনে তাকে সেরা পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর র‌্যাব-৮ কোম্পানী অধি নায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ানম্যান ফকির আব্দুল আজিজ, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক ও জেনারেল সেক্রেটারী আলহাজ্জ অলিয়ার রহমান খান। অতিথি ছিলেন পল্লী প্রগতি সহায়ক সমিতির ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন লোচন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্যা। উল্লেখ্য নাইমা হায়দার বিগত ১২ বছর ধরে পল্লী প্রগতি সহায়ক সমিতির মুকসুদপুর কার্যালয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তার সংস্থার এলাকায় ঋন খেলাপী না থাকায় এবং তার দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক আদায় সর্বোচ্চ হওয়ায় তিনি এই সন্মানে ভুষিত হন।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ৩৩তম এজিএম অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধতাহিরপুরের শিক্ষার্থী রুবেল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন