পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে বন্যা দুর্গত মানুষের পাশে থাকব: জিএম কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়াতেন। এক বুক পানিতে নেমেও ত্রাণ বিতরণ করেছেন। আমরা তার আদর্শ ধারণ করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চাই।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের উত্তরসূরি হিসেবে বিপদ আপদে গণমানুষের পাশে থেকে আমরা তার রাজনীতি আরও এগিয়ে নিতে চাই। আমরা কাজের মাধ্যমে এরশাদের স্মৃতি সাধারণ মানুষের সামনে জীবন্ত করে রাখব।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের।

বন্যার্তদের সাহায্যে কর্মসূচি গ্রহণের জন্য এ সভার আয়োজন করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় পার্টির যৌথ নেতৃত্ব পার্টিকে আরও সুসংহত এবং শক্তিশালী করেছে। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নাই। পার্টির ৯৯ ভাগ প্রেসিডিয়াম সদস্য ঐক্যবদ্ধভাবে প্রতিটি কর্মসূচি এগিয়ে নিচ্ছেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, বন্যার্তদের সহায়তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়া ৪/৫টি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে।

তিনি বলেন, বন্যার্তদের পাশে থেকে হুসেইন মুহম্মদ এরশাদ যে গণমানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। আমরা পল্লীবন্ধুর পদাংঙ্ক অনুসরণ করে গণমানুষের ভালোবাসায় রাজনীতি করতে চাই।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশের বিশাল এলাকা বন্যা প্লাবিত। আমরা ত্রাণ বিতরণ করে দুর্গত মানুষের পাশে থাকব। পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করব।

বন্যা দুর্গত এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাধ্যমত সহায়তা করতে আহবানও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজনসমাগম দেখলেই আতঙ্কে ভোগে আ’লীগ সরকার: ফখরুল
পরবর্তী নিবন্ধমায়ের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রিকশাচালক