পল্টনের ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

‘ভবনে ঢুকে মালিকের কাছে টাকা দাবি করায়’ আটক পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে দুটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলা দুটির মধ্যে ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে (ব্যবসায়ী) মারধর করার অভিযোগ আনা হয়েছে। অন্যটি পুলিশের দায়ের করা মামলায় রাষ্ট্রীয় কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনে বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্টন থানা সূত্রে জানা গেছে, মামলা দায়ের করার পর আটক ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল (মঙ্গলবার) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানিয়েছিলেন, আজাদ প্রোডাক্টস ভবনের ১৮তলায় ঝামেলা হচ্ছে শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে পুলিশ তাদের (আটকদের) মারামারি করতে দেখে। এ সময় তাদের আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবসল ষষ্ঠ স্প্যান, দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৯০০ মিটার
পরবর্তী নিবন্ধশহীদ মিনারে বুলবুলকে গার্ড অব অনার প্রদান