পর্যায়ক্রমে সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণ করা হবে: ড. মহীউদ্দীন

এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পর্যায়ক্রমে সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণের আওতায় আনা হবে। তিনি গতকাল শুক্রবার কচুয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সংগ্রাম কমিটির আয়োজনে শিক্ষক, কর্মচারীদের চাকুরী জাতীয় করণের দাবীতে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ দাবী পূরণের লক্ষ্যে মতবিনিময় করেন। কচুয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সংগ্রাম কমিটির সভাপতি, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বিএসসির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকচুয়া উপজেলা চেয়ারম্যানের প্রচেষ্টায় রক্ষা পেল শত শত হেক্টর ফসলি জমি!
পরবর্তী নিবন্ধকচুয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু ॥ এলাকায় শোকের মাতম