পরোটা কারিগর থেকে পাক ক্রিকেটার!

পপুলার২৪নিউজ ডেস্ক:
আদি বাড়ি বালুচিস্তান। করাচির একটি হোটেলে পরোটা ভাজতেন লাহোরের ১৯ বছর বয়সী হানান খান।

চাকতি–বেলন নিয়ে যার কাজ সেই হানানের হাতে এবার হাসবে ব্যাট-বল। ‘‌পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি’‌র হয়ে মাঠে নামছেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া টি২০ সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে দু’‌টি ম্যাচ খেলবেন হানান।

হানান জানিয়েছে, ‘‌এমন সুযোগের আশা করিনি। লাহোর থেকে যখন প্রথম ফোনটা এল আমি তখন একটা ম্যাচ খেলছিলাম। পরে ঘুরিয়ে ফোন করে সুখবরটা জানতে পারি।’‌

এর আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হানান। পাকিস্তান সুপার লিগে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়েও খেলার সুযোগ পেয়েছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম হাতেখড়ি তার।

পূর্ববর্তী নিবন্ধএক হাজার টন কয়লা নিয়ে লাইটার জাহাজডুবি
পরবর্তী নিবন্ধবিদেশি এয়ারলাইন্সের বকেয়া ৪৬ লাখ ডলার নিয়ে অনিশ্চয়তা