স্পোর্টস ডেস্ক : পরের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ ও ২০২৫ সালে টেস্টের শ্রেষ্ঠত্বের লড়াই হবে লর্ডসে। মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
২০২১ সালে উদ্বোধনী আসরের ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। চার দিনেই যে ম্যাচে ভারতকে হারায় নিউ জিল্যান্ড। ম্যাচটি আসলে হওয়ার কথা ছিল লর্ডসে। কিন্তু করোনা নিয়ে কড়াকড়ির কারণে তা সরিয়ে নেওয়া হয় এইজেস বোলে।
দুই বছরের চক্রে ৯টি পূর্ণ সদস্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। প্রতিটি দেশ তিনটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলে। ২০২৩ সালের ফাইনালের লড়াইয়ে এখনও বেশ কয়েকটি দল লড়ছে।
এদিকে এই সভা শেষে আরও বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত আসে। যেমন ভিভিএস লক্ষ্মণ ও ড্যানিয়েল ভেট্টরিকে আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র সহযোগী সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর সহযোগী সদস্য দেশ হতে আবেদন করা ইউক্রেনকেও প্রত্যাখ্যান করা হয়েছে।