বিনোদন ডেস্ক : অভিনেত্রী শিবালেখা ওবেরয়। ‘খুদা হাফিজ’ সিনেমায় নার্গিস চৌধুরী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোবিজে তার পথচলা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
শিবালেখা ওবেরয় বলেন, ‘পরিবার চায়নি আমি শোবিজে পা রাখি। আমার জন্মের ১৬ বছর আগে দাদা মারা গেছেন। তিনি একটি মাত্র সিনেমা প্রযোজনা করেছিলেন। একজন প্রযোজক হিসেবে দাদা যে সংগ্রাম করেছেন বাবা খুব কাছ থেকে তা দেখেছিলেন। এ কারণে বাবা সিনেমায় নাম লেখাননি। অন্যদিকে, মা সব সময়ই চেয়েছেন আমি লেখাপড়ায় মনোযোগ দিই। আমার বোন আইন নিয়ে লেখা পড়ে করে। আর আমি ফ্যাশন ডিজাইনিং। পরে অভিনয় প্রশিক্ষণ স্কুলে ভর্তি হই। এরপর বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকি। মা আমাকে দুই বছর সময় দিয়েছিলেন। এর মধ্যে অভিনয়শিল্পী হিসেবে কাজ জোগার করতে হতো। সৌভাগ্যক্রমে, আজ আমি এখানে।’
অভিনেত্রী হিসেবে নাম লেখানোর আগে ‘কিক’, ‘হাউজফুল থ্রি’র মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিবালেখা। এই সময় সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতাও হয়েছে। এই অভিনেত্রী বলেন, ‘সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় সালমান খান ও অক্ষয় কুমার স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সম্প্রতি তাদের সঙ্গে দেখাও হয়েছে। তারা আমার সঙ্গে এমন আচরণ করেছেন যে, আমাদের অনেকদিনের পরিচয়। সবাই মনে করে— যারা অভিনয়শিল্পী হতে আসেন সেটে কোনো কাজ করেন না। কিন্তু এটি সত্য নয়। আমি ক্ল্যাপ দিতাম, শটের জন্য সব ঠিকঠাক হলে অভিনয় শিল্পীদের ডেকে আনতাম, কল শিট তৈরি করতাম। ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হবে, লাইট কীভাবে কাজ করে সবকিছু খুবই ভালোভাবে শিখেছি।’
শুক্রবার (৮ জুলাই) মুক্তি পাবে ‘খুদা হাফিজ চ্যাপটার টু-অগ্নি পরীক্ষা। এতে বিদ্যুৎ জাওয়ালের বিপরীতে অভিনয় করছেন শিবালেখা ওবেরয়।