পরিবহন ধর্মঘটে অচল উত্তর-দক্ষিণবঙ্গ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে শ্রমিক হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার সব রুটে এ ধর্মঘট শুরু হয়।

বাস-মিনিবাস মালিক গ্রুপ, বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

ধর্মঘটের ফলে স্থানীয় রুট ছাড়াও দূরপাল্লার কোনো রুটেও বাস ছেড়ে যায়নি।

বিশেষ করে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে সোমবার রাতে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মজমপুরের কার্যালয়ে তিন সংগঠনের যৌথ বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।

বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী জানান, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবহন শ্রমিকদের হয়রানি করেন। তাদের আটক করে জেলে পাঠাচ্ছেন। এসব কারণে মালিক ও শ্রমিকদের যৌথ সিদ্ধান্তে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বাসমালিকরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই পরিবহন ধর্মঘট চলবে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিনা অপরাধে শ্রমিকদের গ্রেফতার করছেন। শ্রমিকদের কাছে মাদক পাওয়া না গেলেও নিজ হেফাজতে দেখিয়ে মামলায় চালান দেয়া হচ্ছে। এটি শ্রমিকদের জন্য চরম লজ্জার।

বিষয়টি নিয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে ৫ সংস্থার নেতৃবৃন্দ বৈঠক করলেও তাতে কোনো সুরাহা হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে শ্রমিকদের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, প্রশাসন আমাদের কথা শুনছে না। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস মালিক গ্রুপের নেতৃবৃন্দও একাত্মতা ঘোষণা করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ
পরবর্তী নিবন্ধসকালের ৫ ভুল শুধরে নিন