পরমাণু হামলা চালাতে সক্ষম চীনা মিসাইল

পপুলার২৪নিউজ ডেস্ক:সমর শক্তিতে ক্রমে এগিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি চীনের নতুন প্রজন্মের কিছু ব্যালাস্টিক মিসাইল নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্লুমবার্গ।২০১৬ সালে চীন নতুন কিছু ব্যালেস্টিক মিসাইল মোতায়েন করেছে। এ ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম বলে জানিয়ে মার্কিন প্রতিরক্ষা অধিদফতর পেন্টাগন। এগুলো সরাসরি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওই এলাকায় কোনো জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে চীন।

সম্প্রতি পেন্টাগন তাদের বার্ষিক এসব তথ্য জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে মোতায়েন করা হয়েছে ওই মিসাইল। একটি মিলিটারি প্যারেড চলাকালীন সেটি মোতায়েন করা হয়। বর্তমানে চীন সামরিক খরচের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে।

বেইজিং ক্রমশ আকাশ ও সমুদ্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রচুর খরচ করছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত ৭০ বছর ধরে আধিপত্য বজায় রেখেছে আমেরিকা। এবার সেই জায়গাতেই হাত দেওয়ার চেষ্টা করছে চীন। এ ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবার কিভাবে নেয়, তাই দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধইরানের জঙ্গি হামলায় নিহত ৭, জিম্মি ৪
পরবর্তী নিবন্ধভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত