পপুলার লাইফ ইনস্যুরেন্সের উদ্যোগে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

নিউজ ডেস্ক

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্টে নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল কোম্পানীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, সাবেক সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের ও মোঃ হাবিবুর রহমান এবং সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ২’শ ৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেলো ওয়ালটন
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশনের জন্য আবেদন করবেন যেভাবে