পদ্মা সেতুর উদ্বোধনে ১০ লাখ মানুষ সমাগমের প্রত্যাশা আ’লীগের

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে আগামী ২৫ জুন। ওইদিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানান আয়োজন থাকবে। পদ্মা সেতুর উদ্বোধনের দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাসীন দলটি।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঘোষিত এ সমাবেশ সফল করতে বুধবার দুপুরে (১ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সমন্বয় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত দলের নেতারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করতে যাচ্ছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে দেশের মানুষের স্বপ্নের শেষ নেই। ২৫ জুন মানুষের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এ দিনটি ঘিরে সারাদেশে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ব্যাপক। এটি কীভাবে উদযাপিত হবে, তা নিয়ে আমরা আজ প্রাথমিক পরিকল্পনা করেছি।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের পর আওয়ামী লীগের জনসভা হওয়ার কথা রয়েছে। পদ্মাপাড়ের কাঁঠালবাড়ি ফেরিঘাটে বেলা ১১টায় এ সমাবেশ শুরু হবে। আমরা এ কর্মসূচি সফল করতে চাই। এ সমাবেশ ঘিরে দক্ষিণাঞ্চলের ২১ জেলা ও ঢাকার আশপাশের মানুষের ব্যাপক উপস্থিতি হবে। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান হবে। এরপর সেখানে কালচারাল অনুষ্ঠান হবে। আশা করছি, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে জনসভা হবে, সেখানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হবে। এ জনসমুদ্র হবে উৎসবের জনসমুদ্র।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ জনসভা সফল করতে আমরা সবার সহযোগিতা চাই। সেখানে সবার অংশগ্রহণকে আমরা স্বাগত জানাবো। পদ্মা সেতু সারাদেশের মানুষের আকাঙ্ক্ষা। এটা নিয়ে যদি কেউ কোনো নীলনকশা করে, তাহলে দেশের জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের জন্য খুবই আনন্দের। এর গুরুত্ব ও তাৎপর্য দেশের সচেতন মানুষমাত্রই জানেন। পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের অর্থনৈতিক মুক্তির শেকড়। এতে আমাদের অর্থনৈতিতে পরিবর্তন আসবে। তাই পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জ, ঢাকা ও এর আশপাশ থেকে সবচেয়ে বেশি মানুষ আসবে। এছাড়া বরিশাল বিভাগ থেকে লোকজন আসবে। আমরা মূল সমাবেশের আগে সেসব অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়েও মিটিং করবো। আমদের চিফ হুইপের নির্বাচনী এলাকা শিবচরে এ মিটিংয়ের আয়োজন করা হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকেকে মারা যাওয়ার খবরটি ভয়ংকর: রুনা লায়লা
পরবর্তী নিবন্ধবিএনপি সন্ত্রাসীর দল: মাহবুব-উল আলম হানিফ