জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পদ্মা সেতুর আরও দু’টি স্প্যান মাওয়ায় এসে পৌঁছেছে। স্প্যান দু’টির শেষ চালান শুক্রবার মাওয়ায় পৌঁছায়।
চীন থেকে সমুদ্রপথে মাদারভেসেলে করে এটি পৌঁছে কুতুবদিয়া চ্যানেলে। সেখানে কাস্টমসের কাজ শেষ করে বার্জে করে মাওয়ায় পৌঁছায়।
১০টি বার্জে বিশাল এই চালান রোববার থেকে আসতে শুরু করে। এর আগে আরও ৪টি স্প্যান মাওয়ায় পৌঁছেছে ।
এরমধ্যে প্রথম স্প্যানটি ফিটিং করে লোড টেস্ট করা হয়েছে। এখন পিলার উঠলেই এই স্প্যানটি বসিয়ে দেয়া হবে।
বাকি ৩টি স্প্যানও ফিটিংয়ের কাজ চলছে। নতুন দু’টি স্প্যানসহ মাওয়ায় এখন মোট ৬টি স্প্যান পৌঁছেছে। পদ্মা সেতুর ৪২টি পিলারে ৪১টি স্প্যান লাগবে।
সেতুটির সুপার স্ট্রাকচারের প্রতিটি স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৯শ’ টন। বাকি স্প্যানগুলো চীনে পর্যায়ক্রমে তৈরি করে তা সমুদ্রপথে বাংলাদেশে আনা হচ্ছে।