পদ্মা নদীর ভাঙ্গন কবলিত নড়িয়া উপজেলার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে রূপালী ব্যাংক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বরাবরের মত দেশের যেকোন দূর্যোগে অসহায়দের পাশে দাড়ানোর ধারাবাহিকতায় এবারও শরিয়তপুরের নড়িয়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের সিএসআর তহবিল এবং সকল কর্মকর্তা-কর্মচারীর এক দিনের লাঞ্চ ভাতা অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেনের নেতৃত্বে একঝাক তরুন মেধাবী ব্যাংক কর্মী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এতে অংশগ্রহন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। নড়িয়া পৌর শহীদ মিনার প্রঙ্গনে শনিবার(০৩.১১.২০১৮) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালায় ব্যাংক। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও প্রধান পৃষ্ঠপোষক মো. কাইসুল হক, শরিয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, ব্যাংকের সিফও মো. শওকাত জাহান খান, এফসিএমএ, মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, খাঁন ইকবাল হোসেন, মো. গোলাম মুর্তজা, সানচিয়া বিনতে আলী ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিতা ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইভিএম বিধিমালা চূড়ান্ত করা নিয়ে ইসির বৈঠক শুরু