পদ্মায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পদ্মা নদীর উপর কুয়াশা কেটে যাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী, দৌলতদিয়া-পাটুরিয়া ও ইব্রাহিমপুর-চাঁদপুর নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে এ তিন রুটে ফেরি চলাচল শুরু হয়।

মাদারীপুরের শিবচরে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে ভোর ৫টা থেকে এ রুটে নৌ চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এসময় ঘাটে লোড করা ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ থাকার সাড়ে ৪ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যাবস্থাপক নাসির উদ্দিন চৌধূরী। এরআগে ভোর ৬টা থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

অপরদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে বন্ধ হয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরআগে বুধবার রাত ৩টা থেকে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, পথ দেখা না যাওয়ায় মাঝ পদ্মায় কোস্তরি নামে একটি ফেরি নোঙ্গর করে রাখা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে পেটে গজ রেখেই সেলাই
পরবর্তী নিবন্ধ১২৬ ইউপি, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে