পপুলার২৪নিউজ ডেস্ক:
পদ্মাসেতুর রেললাইন সংযোগ স্থাপনে বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনীর সিএসসি সেল কোর অব ইঞ্জিনিয়ারিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার সকালে রেলপথ মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক ও সিএসসির প্রকল্প ব্যবস্থাপক কর্নেল আবুল কালাম আজাদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, পরামর্শক সেবার আওতায় নির্মাণ কাজের সুষ্ঠু তদারকিসহ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষের ব্যবস্থা করবে সেনাবাহিনীর কন্সট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট সেল (সিএসসি) অব কোর অব ইঞ্জিনিয়ারিং।
জানা যায়, চুক্তি অনুসারে, ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের তদারকি নিশ্চিত করবে সেনাবাহিনী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো, মুজিবুল হক বলেন, পরামর্শক কিছু কাজ শেষ হলেই নির্মাণ শুরু হবে।
রেলমন্ত্রী বলেন, ২০১৮ সালের শেষে একই সময়ে পদ্মায় ওপর সড়ক ও রেলসেতু চালু হবে। এটা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত কাজ সম্পূর্ণ করা হবে। সেতু দিয়ে একই দিনে চলবে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক, রেল সচিব ফিরোজ সালাউদ্দিন ও রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।