পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য অযোগ্য ঘোষিত হলেন নওয়াজ শরিফ। আর এই রায় কাঁধে নিয়ে সরকারের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এ অভিযোগ উত্থাপিত হলে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। অবশেষে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ আজ শুক্রবার সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন।

ব্যাপক আলোচিত ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম ও ছেলে হাসান-হুসেনের নাম আসে। তারা তিনজন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কম্পানির নামে লন্ডনে সম্পত্তি কেনেন বলে জানানো হয়। এরপরই বিরোধীরা নওয়াজ পরিবারের সম্পত্তির হিসাব ও দুর্নীতির তদন্ত করতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানায়।

দেশটির ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়, রায় ঘোষণার কিছুক্ষণ পর নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারকেও সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করেছেন।

ডনে বলা হয়, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই পুরো মেয়াদ শেষ করতে পারেননি। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত সরকার চালিয়ে নেওয়ার দায়িত্ব কার ওপর বর্তাবে তা এখনও স্পষ্ট নয়।

পূর্ববর্তী নিবন্ধকারাভোগ শেষে ভারতে পাচার ৮ বাংলাদেশিকে হস্তান্তর
পরবর্তী নিবন্ধপাকিস্তানে দল পাঠাবে না শ্রীলংকা