পদত্যাগ করছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগের হিরিক পড়েছে। পদত্যাগের তালিকায় এবার যুক্ত হচ্ছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকে। শনিবার এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকের পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন।

শনিবারের ওই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুই বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে পদ ছাড়বেন স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকে। তিনি তার মেয়াদকালে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য তার সেবার কারণে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।

তার বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তা ইস্যু, চার্টাড ফ্লাইট ও একটি রিয়েল এস্টেট চুক্তিকে ব্যবহার করেছেন তিনি। এসব অভিযোগে তাকে একাধিকবার তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে। তবে ঠিক কি কারণে রায়ান জিংকে পদ ছাড়ছেন এ বিষয়ে কিছু বলেন নি ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধনিজেরাই হামলা করে সরকারের ওপর দায় চাপাচ্ছে ঐক্যফ্রন্ট
পরবর্তী নিবন্ধবিজয়ের ৪৭ বছরে এসে গণতন্ত্র আজ কারারুদ্ধ: ফখরুল