পদক্ষেপের কারণে ডাচ বাংলা ব্যাংককের জালিয়াতি চক্রকে দ্রুত ধরতে সম্ভব হয়েছে

পপুলার২৪নিউজ ডেস্ক: ঈদের আগে রাজধানীর বাড্ডায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে বিদেশী একটি জালিয়াতি চক্র ৩ লাখ টাকা সরিয়ে নেই। যা ব্যাংকের মূল সার্ভারে ওই লেনদেনের কোনো রেকর্ড ছিলো না। এছাড়া কোনো গ্রাহকের হিসাব থেকেও টাকা কমেনি। এই ঘটনার পর ডাচ বাংলা ব্যাংকের সকল এটিএম বুথে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্রে জানা গেছে, ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি হবে এমন একটি খবর আসে। ঠিক তখনই ব্যাংকের সকল এটিএম বুথে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এবং তার ভিত্তিতে আমরা এই বিদেশী জালিয়াতি চক্রকে ধরতে সক্ষম হয়েছি।
সূত্রে আরো জানা যায়, বাড্ডার ওই বুথের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ৩১ মে রাত সাড়ে ১১টার দিকে দুই বিদেশি নাগরিক ওই বুথে ঢোকেন এবং একটি কার্ড ব্যবহার করে বেশ কয়েকবার টাকা তোলেন। ওই ঘটনার পরদিনই খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ডাচ বাংলা ব্যাংকের আরেকটি বুথ থেকে টাকা তোলার সময় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পান্থপথের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় আরও পাঁচ বিদেশিকে। ওই ছয়জনের সবাই ইউক্রেনের নাগরিক।
এ বিষয় ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা বলেন, আমরা যদি তাদের ধরতে না পারতাম, তাহলে তারা অনেক বড় ক্ষতি করতে পারত। কারণ তারা এমনভাবে টাকা নিয়েছে এটার বিষয়ে ধরতে পারা খুব কঠিন। এর আগে গ্রাহকের কার্ডের তথ্য চুরি করে ক্লোন কার্ড বানিয়ে এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও এভাবে মূল সার্ভারকে অন্ধকারে রেখে কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে না নিয়ে বুথ থেকে টাকা বের করার ঘটনা বাংলাদেশে জানা গেল এই প্রথম।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে ৫০টি কার্ড, মুখোশ, টুপি, সানগ্লাস, মোবাইল ফোন ও আইপ্যাড জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। এক ধরনের কার্ড তারা ব্যবহার করেছে, যা বুথের এটিএম মেশিনের কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মূল সার্ভারে বার্তা পাঠানো বন্ধ করে দেয়। তারপর বুথের টাকা কমান্ড অনুযায়ী বের করে দেয়। তবে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা কাটে না।
তিনি দাবি করেন, ডাচ বাংলার নেটওয়ার্ক ‘অনেক শক্তিশালী’ বলেই জালিয়াদের দ্রুত ধরা সম্ভব হয়েছে। দেশের অন্য অনেক ব্যাংকের ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারত। জালিয়াতরা কীভাবে সিস্টেম হ্যাক করল তা বুঝতে ডিবি পুলিশের পাশাপাশি ডাচ বাংলা কর্তৃপক্ষও বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
কর্মকর্তা আরো বলেন, এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় বিভিন্ন বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরির পদ্ধতি সম্পূর্ণ অভিনব। যে কার্ড দিয়ে চুরি করা হয়, সে কার্ডেও সঙ্গে আমরা পরিচিত নই। কার্ডগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় রোববার খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন ডাচ-বাংলা ব্যাংকের ডেলিভারি চ্যানেলের হেড অব অলটারনেট মশিউর রহমান। মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

 

পূর্ববর্তী নিবন্ধকোন জেলায় কতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা জানালেন মন্ত্রী
পরবর্তী নিবন্ধব্যাংকে টাকা আছে তবে লুটে খাওয়া টাকা নেই: সংসদে প্রধানমন্ত্রী