বিনোদন ডেস্ক : প্রথম আইপিএল শিরোপা থেকে আর দুটি জয় দূরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এলিমিনেটরে বিদায় করেছে তারা, যে জয়ে বড় অবদান রজত পতিদারের। ম্যাচ জয়ের নায়ককে তাই খেলা শেষে প্রশংসায় ভাসালেন দলের তারকা বিরাট কোহলি।
অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন পতিদার। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম আনক্যাপড খেলোয়াড় হিসেবে প্লে অফে সেঞ্চুরি করলেন তিনি। তার এই ‘খুব, খুব বিশেষ’ পারফরম্যান্সের প্রশংসা করলেন কোহলি।
ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে প্রতিযোগিতার মাঝপথে দলে জায়গা হয়েছিল ২৮ বছর বয়সী পতিদারের। তিনিই উদ্ধার করলেন দলকে। ম্যাচসেরা সতীর্থকে পাশে রেখে খেলা শেষে কোহলি বললেন, ‘আমি এত বছর ধরে অনেক প্রভাবশালী ইনিংস ও চাপের মধ্যে পড়া ইনিংস দেখেছি, কিন্তু আজ রজত যা খেলল, ততটা ভালো দেখিনি।’
কোহলি আরও বলেছেন, ‘ম্যাচের গুরুত্ব অনেক বড় ছিল, এতটাই বড় যে আমি উদ্বিগ্ন ছিলাম কারণ আমি ওইসব পরিস্থিতিতে ছিলাম যেখানে দল হিসেবে আপনাকে সীমা অতিক্রম করতে হয়। সুতরাং সে যা করলো, সেটা খুব, খুব বিশেষ। তার ইনিংসের শ্রেষ্ঠত্ব বোঝা উচিত এবং এমন ইনিংস দেখে তার প্রশংসা করতেই হবে।’
কোহলির সঙ্গে ৬৬ রানের জুটি গড়েছিলেন পতিদার। তারপর দিনেশ কার্তিকের সঙ্গে ৯২ রানের জুটি। মাত্র ৫৪ বলে ১২ বাউন্ডারি ও সাত ছয়ে রাঙানো ছিল তার সেঞ্চুরিময় ইনিংস।
টানা তৃতীয় মৌসুম প্লে অফ খেলে প্রথমবার এলিমিনেটরের বাধা পেরোলো বেঙ্গালুরু। ২০০৯ ও ২০১৬ সালে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করা দলটি তৃতীয় ফাইনালের লক্ষ্যে শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে।