পপুলার২৪নিউজ ডেস্ক:
খুব শিগগির ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের পণ্য সরবরাহে ড্রোন ব্যবহার শুরু হচ্ছে। তবে এ পণ্য গ্রাহকের হাতে দিতে ড্রোন বাড়িতে ল্যান্ড করাটা জরুরি নয়।
সম্প্রতি অ্যামাজনের ড্রোন দিয়ে নিরাপদে পণ্য সরবরাহের একটি প্যাটেন্ট মঞ্জুর করেছে মার্কিন প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিস।
প্যাটেন্ট অনুযায়ী, অ্যামাজন ড্রোন পণ্যের প্যাকেট প্যারাসুটের মাধ্যমে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেবে। এর আগে অ্যামাজন তাদের ড্রোন দিয়ে পণ্য সরবরাহের একটি ডেমো ভিডিও প্রকাশ করেছিল।
এ ছাড়া প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে পণ্য সরবরাহের সবচেয়ে ভালো উপায় বের করার পরীক্ষা চালিয়ে আসছে। আর নতুন এ প্যাটেন্টে, গ্রাহকের বাড়ির অনেক ওপর ড্রোন অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ড্রোনের সঙ্গে মানুষের বিপজ্জনক সংঘর্ষ এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যামাজন এ প্যাটেন্ট মঞ্জুর নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
সূত্র : সিএনএন