জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।
জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ সময় পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।