শনিবার সকালে উপজেলার চাকামইয়া,কুয়াকাটা ও মিঠাগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে সংকটপন্ন উপজেলা চাকামইয়া ইউনিয়নের আহত আলাল জমদ্দার, জয়নাল জমদ্দার, জাহাঙ্গীর মল্লিক, নাসির উদ্দিন ও বিউটি বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চাকামইয়া,মিঠাগঞ্জ এবং কুয়াকাটায় জমি-জমা সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে পৃথক সংঘর্ষে মো.আলাল জমদ্দার, বিউটি বেগম, মো.জয়নাল জমদ্দার, মো.জাহাঙ্গীর মল্লিক, মো.নাসির উদ্দিন, আছিয়া বেগম, আ:রহিম, নাছিমা বেগম, রাজিয়া বেগম, রাশেদা বেগম, নাজমা বেগম, মো.জলিল হাওলাদার, তারাবানু, তানজিলা বেগম, ও শিরিনা বেগম আহত হয়। এদের মধ্যে গুরুতর আবস্থায় পাঁচ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুনায়েত খান লেনিন জানান,এরা একাধিক ঘটনায় মারামারির রোগী। সবাইকে সাধ্যমত চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতরদের বরিশালে রেফার করা হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান,ওইসব ঘটনার এখন পর্যন্ত কোন আভিযোগ আসেনি। তবে আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।