পটিয়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের ধাক্কায় আরাফাতুর রহমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত কাগজীপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। চার মাস আগে আরাফাতের বাবাও মারা যান। আরাফাতের পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কাগজীপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আরাফাত নামের এক যুবক। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

ওসি বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার সাথে সাথে চালক হেলপার বাসটি রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বলেন, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আরাফাত নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত আরাফাতের বড় চাচা আবুল খায়ের বলেন, আমাদের বাড়ি মহাসড়ক থেকে লাগোয়া। আমার ভাতিজা আরাফাত আমজুর হাট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে প্রবেশের সময় একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পায়। চার মাস আগে তার বাবা মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মারা গেছেন
পরবর্তী নিবন্ধইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০